সড়ক বিভাগ সিরাজগঞ্জ দপ্তরটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জেলা পর্যায়ের ফিল্ড অফিস। এ দপ্তরের অধীন ৩ টি সড়ক উপ-বিভাগ এবং ১ টি যান্ত্রিক উপ-বিভাগ রয়েছে। সিরাজগঞ্জ সড়ক বিভাগের অধীন সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ৫৪১.০৪ কি.মি. যার মধ্যে ৮৮.১৮০ কি.মি. জাতীয় মহাসড়ক, ২৪.৪৪ .কি.মি. আঞ্চলিক মহাসড়ক এবং ৩৩৮.৪২ কি.মি. জেলা মহাসড়ক রয়েছে। এই বিশাল সড়ক নেটওয়ার্কে মোট . ১৩৮ টি সেতু ও ২৭৩ টি কালভার্ট রয়েছে। এই সড়ক নেটওয়ার্ক সিরাজগঞ্জ জেলার অভ্যন্তরীণ যোগাযেগের পাশাপাশি সারা দেশের সাথে সিরাজগঞ্জ জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS